শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপে যোগ দিতে গণভবনে পৌঁছেছেন বিকল্পধারা নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের নেতারা।
সংলাপে বিকল্প ধারা বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিচ্ছেন একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ অন্য নেতারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংলাপে সংবিধান সম্মত সব বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
Read More News
জানা গেছে, গতকাল ড. কামাল হোসেনের নেতৃত্বে যুক্তফ্রন্ট যে দাবিগুলো তুলেছিল সেই সাতটি দাবির সঙ্গে বিকল্পধারার বেশিরভাগ দাবিরই মিল আছে। সংসদ ভেঙে দেয়া, নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচনে সেনা মোতায়েনসহ দুই ফ্রন্টের পাঁচটি দাবিতে মিল আছে।