শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের নাম ঘোষণা করেছেন।
আজ শনিবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহকে নোটিশ জারি করে পদত্যাগ করতে বলেছেন প্রেসিডেন্ট।
রনিল বিক্রমসিংহে অবশ্য প্রধানমন্ত্রীর বাসভবন ‘টেম্পল ট্রিস’ দখল করে সেখানেই অবস্থান করছেন। তিনি প্রেসিডেন্টের উদ্দেশে দেওয়া এক চিঠিতে বরখাস্তের সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন।
Read More News
অন্যদিকে গতকাল শুক্রবার রাতে প্রেসিডেন্ট সিরিসেনার নিকট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মাহিন্দা রাজাপক্ষে। শপথ নেওয়ার পর মন্দিরে পূজা-অর্চনায়ও অংশ নিয়েছেন রাজাপক্ষে।
রনিল বিক্রমসিংহে বলেছেন, ‘শুধুমাত্র জাতীয় সংসদই আমাকে ক্ষমতাচ্যুত করার অধিকার রাখে।’
শ্রীলঙ্কার জাতীয় সংসদে বিক্রমসিংহের দলের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকা অবস্থায় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট।
এ ছাড়া বিক্রমসিংহে তাঁকে নিয়ে নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন।