ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটে জিতে জিম্বাবুয়েকে খুব সহজেই জয় করল টাইগাররা। কায়েস-সৌম্যর দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে এ জয় পায় তারা। জিম্বাবুয়ের ৫ উইকেটে ২৮৭ রানের ছুড়ে দেয়া লক্ষ্য খুব সহজেই সাত উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ।
Read More News
আজ শুক্রবার তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুপুর আড়াইটায় চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। ব্যাট হাতে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ২৮৬ রান। জবাবে কায়েস-সৌম্যর দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ।