আজ শুক্রবার পোস্তগোলার বুড়িগঙ্গা সেতু এলাকায় পুলিশ, পরিবহন শ্রমিক ও টোল কালেক্টরদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে গাড়িচালক সোহেল রানা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বাংলাদেশ-চীন মৈত্রী প্রথম বুড়িগঙ্গা সেতুর টোল পুনর্নির্ধারণ নিয়ে সকাল ৭টায় পরিবহন শ্রমিক এবং টোল সংগ্রহকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ইকুরিয়া জেনারেল হাসপাতালে সোহেল রানা মৃত্যু হয়।
Read More News
সংঘর্ষের কারণে সেতুতে কয়েক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
স্থানীয় আওয়ামী লীগ নেতা দ্রুত টোল সমস্যা সমাধানের আশ্বাস দিলে দুপুর দেড়টার দিকে পরিবহন শ্রমিকরা তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেয়।