ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা। অভিনয় জীবনের পাশাপাশি তিনি অনেকদিন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন।
৮ নভেম্বর বাংলা একাডেমিতে বসছে সাহিত্যের অন্যতম আন্তর্জাতিক আসর ‘ঢাকা লিট ফেস্ট’। এ উৎসবেই উপস্থিত হয়ে নিজের জীবনের গল্প শুনাবেন এ অভিনেত্রী।
ইতোমধ্যে মনীষা তার জীবনের প্রথম গ্রন্থ ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’ প্রকাশের ঘোষণা দিয়েছেন। ঢাকা লিট ফেস্টে তিনি তার বই ও জীবন নিয়ে দুই ঘণ্টার একটি বিশেষ সেশনেও অংশ নেবেন বলে জানা গেছে।
Read More News
এবারের ‘ঢাকা লিট ফেস্ট’ উৎসবে বিশ্বের অনেক নামজাদা সাহিত্যিকের সঙ্গে অংশ নেওয়ার কথা রয়েছে। আরও অংশ নেয়ার কথা রয়েছে ভারতের নারীবাদী লেখক ও অভিনেত্রী নন্দিতা দাসেরও।
মনীষা কৈরালা একজন নেপালি অভিনেত্রী, যিনি প্রধানত বলিউড চলচ্চিত্রে কাজ করে থাকেন। এছাড়াও তিনি আনফেপা গুডউইলের শুছেচ্ছাদূত এবং সামাজিক কর্মী হিসেবে বিশেষভাবে সুপরিচিত।
তিনি নেপালী পরিবারের রাজনীতিবিদ প্রকাশ কৈরালা ও সুষমা কৈরালা কন্যা হন। বাস্তব জীবনে তিনি ‘স্পষ্টভাষী’ এবং ‘সাহসী’ নারী হিসেবেই প্রতীয়মান