জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী রেহানা জলি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত। তিনি জানান, আমার ফুসফুসে ক্যান্সার হয়েছে। সেখান থেকে ইনফেকশন হয়ে মেরুদণ্ডেও সমস্যা শুরু হয়েছে। প্রায় দেড় বছর হয়ে গেল, অভিনয় করতে পারছি না বাসাতেই থাকি।
তিনি আরও বলেন, আমার বোনদের সহযোগিতায় চিকিৎসা করছি। তবে চিকিৎসার ব্যয়ভার বহন করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। আমি চাই, আমার জীবনের এ কঠিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মমতার হাত আমার দিকে বাড়িয়ে দিক।
Read More News
রেহানা জলি ১৯৮৫ সাল থেকে এখন পর্যন্ত চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ১৯৮৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রেহানা জলি। ‘মা ও ছেলে’, ‘নিষ্পাপ’, ‘বিরাজ বৌ’, ‘প্রেম প্রতিজ্ঞা’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেন।