ঢাকার কেরাণীগঞ্জের কারাগারে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে। তাকে ‘আমদানি ওয়ার্ড’ নামের একটি ওয়ার্ডে রাখা হয়েছে অন্য আরো ৪০ জন বন্দির সঙ্গে। উল্লেখ্য সেখানে কোন খাট বা চেয়ারের ব্যবস্থা নেই।
‘আমদানি’ ওয়ার্ডটি এমন একটি ওয়ার্ড যেখানে নতুন বন্দিদের রাখা হয়। ব্যারিস্টার মইনুলের বিষয়ে আদালত থেকে কোন বিশেষ নির্দেশনা না থাকায় তাকে আমদানি ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা।
Read More News
রংপুরে করা মানহানির একটি মামলায় সোমবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে মইনুল হোসেনকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। ব্যারিস্টার মঈনুলের বিরুদ্ধে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মিলি মায়া বেগম নামে এক নারী মানহানির মামলা করেন। ওই মামলায় বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।