জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী, নির্মাতা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকেয়া প্রাচী।
সোমবার (২২ অক্টোবর) সকাল থেকেই একটি গাড়ী বহরে করে ফেনী-৩ আসনে (দাগনভূঁঞা-সোনাগাজী) নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি।
রোকেয়া প্রাচী জানান, ২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী এই প্রচারণায় অংশ নেবেন তিনি। এর মধ্যেই সোনাগাজী ও দাগনভূঁঞা উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু কর্মসূচি থাকবে বলেও জানান রোকেয়া প্রাচী।
Read More News
তিনি বলেন, আমি সোনাগাজীর মেয়ে। এখানে নৌকার বিজয়ের জন্য কাজ করছি অনেকদিন ধরেই। এবার এলাকাবাসীর জন্য বিশেষ প্রচারণার ব্যবস্থা করছি। যা একেবারেই নতুন। আমার এই প্রচারণায় থাকছে দশরত্ন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গল্প।