আজ শপথ নিলেন বরিশালের মেয়র সাদিক আবদুল্লাহ

আজ সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

আর স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের কাছে শপথ নিয়েছেন ৩০ কাউন্সিলর ও ১০ নারী কাউন্সিলর।
Read More News

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শপথ নেওয়া জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, জনপ্রতিনিধিত্ব করতে হলে নিজের স্বার্থকে প্রাধান্য দিলে চলবে না। মানুষের সুখ-দু:খের ভাগী হতে হবে তাদের ভাগ্যেন্নয়নে আত্মনিয়োগ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মানুষ শহরের সুবিধা পাবে সেটিই আমাদের সরকারের লক্ষ্য। গ্রামের মানুষের দোঁড়গোড়ায় সব সুযোগ সুবিধা পৌছে দিতে জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপির মজিবর রহমান সরোয়ারকে লক্ষাধিক ভোটের ব্যবধানে পরাজিত করেন। সাদিক বরিশালের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আবদুল্লাহরে ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *