মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদে পৌঁছান। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে চারদিনের সফরে রিয়াদে গেলেন।
আজ বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ সময় বিমানবন্দরে মন্ত্রিসভা সদস্য, তিন বাহিনীর প্রধানসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানায়।
Read More News
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সফরে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা ও তথ্যপ্রযুক্তি বিষয়ে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া রিয়াদে নিজস্ব জমিতে বাংলাদেশ দূতাবাস ভবনের উদ্বোধন এবং জেদ্দায় বাংলাদেশ কনসুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে তিনি। সফরে প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন ও মহানবী সা. এর রওজা মোবারক জিয়ারত করবেন। সফর শেষে আগামী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।