মডেল ‘পিয়া জান্নাতুলের’ আজ জন্মদিন

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশী মডেল পিয়া জান্নাতুলের আজ (১৪ অক্টোবর) জন্মদিন। দিনভর জন্মদিন সাদামাটা ভাবে পালন করলেও সন্ধ্যায় বনানীর একটি কনভেনশন হলে পার্টির আয়োজন করেন ‘চোরাবালি’ ও ‘গ্যাংস্টার রিটার্নাস’ ছবির এই অভিনেত্রী।

সেখানে পিয়া জান্নাতুলকে ১০০ টাকার নোটে তৈরি ‘টাকা মালা’ উপহার দেয়া হয়। ব্যতিক্রমী এই উপহার দেয় ইয়ামা মটরস। জানা যায়, চকচকে ১০০ টাকার ১০০ টি নোটে তৈরি ওই মালায় ছিল ১০ হাজার টাকা। জন্মদিনে টাকার মালা পেয়ে বিস্মিত হন পিয়া জান্নাতুল।

তিনি বলেন, এমন উপহার কখনও পাইনি। এই গিফট আমার কাছে একেবারেই অন্যরকম লেগেছে।
Read More News

জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন তার পরিবার, আত্মীয়স্বজন ছাড়াও শোবিজের অনেক তারকা। ছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, উপস্থাপক ও চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস, বন্যা মির্জা, ফারহানা নিশো, নাবিলা, ভাবনা, মডেল রুমা, অমৃতা, নোমিরাসহ শোবিজের অনেক মডেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *