‘অপু বিশ্বাসের’ আজ জন্মদিন

ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ অপু বিশ্বাসের আজ ২৯ তম জন্মদিন। আর তার বিশেষ এই দিনে কোনো অনুষ্ঠান করার পরিকল্পনা নেই তার। তবে তার কাছের বন্ধুরা ঠিক রাত ১২টা ১ মিনিটে তাকে চমকে দিলেন। মেকওভার জাহিদ খানের রাজধানীর নিকেতনে তার বাসায় অপুর জন্মদিন উদযাপন করেন। এ সব কিছুই জানতেন না অপু বিশ্বাস।

Read More News

হঠাৎ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ ও মেকওভার জাহিদ খান অপুকে ফোন করে তাদের বাসায় নিয়ে আসেন। সেখানে এসে রীতিমতো চমকে যান অপু। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়ক ফেরদৌস, মডেল আপন, গৌতম সাহাসহ কয়েকজন সাংবাদিক। এদিকে আজ রাজধানীর এক রেস্তঁরায় অপু বিশ্বাসের ফ্যান ক্লাবের সদস্যরা তার জন্মদিন উদযাপনের আয়োজন করেছেন। সন্ধ্যায় সেখানে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস। 

অপু বিশ্বাস এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে কাজ করছেন। এ পর্যন্ত ৮০টি চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *