নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, খোদার কাছে শুকরিয়া আদায় করছি- আমাদের সংসারের ঐক্য দেখে। ডাক দিয়েছি বৈঠকের, হয়ে গেল সমাবেশ। আসলে আমাদের সংসারটা বড় হয়ে গেছে।
Read More News
নারায়ণগঞ্জের রাজপথে আমরা লাখো লোক নিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, শেখ হাসিনার একটি নির্দেশের অপেক্ষায় স্বাধীনতার পক্ষের শক্তি আমরা প্রস্তুত আছি। একটি ডাক দিবে, আমরা ভীমরুলের চাকের মতো ঢাকার রাজপথ দখল করার ক্ষমতা রয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ইসদাইর বাংলা ভবনে নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত সভায় শামীম ওসমান এসব কথা বলেন।
শামীম ওসমান আরো বলেন, সামনে ধাক্কা আসতেছে। এটাই শেষ লড়াই। ওদের সমস্ত শক্তি প্রয়োগ করবে। দেশে-বিদেশে ষড়যন্ত্রের জাল ফেলছে। শকুনরা সব আকাশে উড়ছে। নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত তারা সব শক্তি প্রয়োগ করবে।