আজ সোমবার থেকে দীর্ঘ ৪৬ দিন অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টায় আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিচারিক কার্যক্রম শুরু হয়।
এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তাসহ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
Read More News
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মূল ভবনের ভেতরের লনে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে চা-কফিসহ অন্যান্য হালকা খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টে প্রতি অবকাশের পরই প্রধান বিচারপতি আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ আইনজীবীদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়।
১৫ আগস্ট থেকে গতকাল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঈদুল আজহার ছুটি, সরকার ঘোষিত অন্যান্য ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টে অবকাশের কারণে প্রায় দেড় মাস সুপ্রিম কোর্টে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করেছে।