শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এবং সৃষ্ট সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ৮৩২ জনে দাঁড়িয়েছে। রবিবার দুপুরে খবর প্রকাশ করেছে বিবিসি।
Read More News
শনিবার দেশটির দ্বীপ এলাকার পালু শহরে ১০ ফুট উঁচু সুনামির আঘাত উপকূলীয় এলাকায় এই বিপুল মৃত্যুর ঘটনা ঘটে। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি, হাসপাতাল ও বিপণিবিতান। ভূমিকম্প ও সুনামির ফলে এ পর্যন্ত ৫৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
দেশটির দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগোরো বলেন, আমরা হালনাগাদ তথ্য পাচ্ছি না। কারণ বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। সুনামির কারণে উপকূলীয় এলাকায় বহু মানুষের মৃতদেহ পাওয়া যেতে পারে। তবে এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব হচ্ছে না।