জয়ার প্রোডাকশন হাউস ‘সি তে সিনেমা’র প্রথম প্রযোজিত ছবি ‘দেবী’। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। ছবিটি সারা দেশে মুক্তি পাবে আগামী অক্টোবরে। ছবির বিভিন্ন চরিত্রে জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের প্রমুখ। ছবির প্রচার নিয়ে এখন ব্যস্ত এই অভিনেত্রী।
‘বিশ্বরঙ’-এর ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ‘দেবী’ চলচ্চিত্রের প্রচারের অংশ হিসেবে পোশাক নকশা করেছেন। এ ছাড়া প্রতিযোগিতার মাধ্যমে ২০ জন নতুন মডেল নির্বাচিত করেছে ‘বিশ্বরঙ’। এর মধ্যে ১০ জন ছেলে এবং ১০ জন মেয়ে। তাঁরা প্রত্যেকে ‘দেবী’ ছবির প্রচারের জন্য বানানো পোশাক পরে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেন্ট্রাল কোর্টে ‘দেবী মঞ্চে’ ফ্যাশন শোতে অংশ নেন।
Read More News
একই মঞ্চে হেঁটেছেন ‘দেবী’ ছবির অভিনেত্রী ও প্রযোজক জয়া আহসানও। জামদানি কামিজ ও গাউনে দেবী মঞ্চে জয়া ছিলেন ঝলমলে। দেবী ছবির সংলাপ ও সংগীতের সুরে র্যাম্পে হেঁটেছিলেন মিষ্টি মুখশ্রীর এই অভিনেত্রী।
র্যাম্পে হেঁটেছিলেন ছবির অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়াও। প্রথমবারের মতো র্যাম্পে হাঁটার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করে চঞ্চল চৌধুরী বলেন, ‘মনে হয়নি র্যাম্পে হেঁটেছি। মনে হয়েছিল অভিনয় করছি।’
ঝলমলে অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন রুম্মান রশীদ খান ও শান্তা জাহান। অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন মেহরীন, কনা, বিপ্লব সাহা ও কোনাল প্রমুখ।
ফ্যাশন শোতে উপস্থিত দর্শকদের ‘দেবী’ ছবি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে জয়া আহসান বলেন,“আপনারা সবাই মিলে ‘দেবী’ ছবিটি দেখলে আমরা সফল হবো। ছবিটি সবাইকে বিনোদন দেবে।