কোটা সংস্কারের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ ঘোষণা দেন সংগঠনের আহবায়ক হাসান আল মামুন। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কেন্দ্রীয় কমিটি।
Read More News
হাসান আল মামুন বলেন, আমরা কমিটির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে নিয়েছি। তবে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
সরকার চাইলে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগেও কোটা সংস্কার করতে পারে।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক খান বলেন, ছাত্রসমাজ ফাইল চালাচালিতে আস্থা রাখতে পারছে না। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। দাবি পূরণ হলে পড়ার টেবিলে ফিরব।
তিন দফা দাবিগুলো হলো পাঁচ দফার ভিত্তিতে কোটার সংস্কার, কোটা সংস্কার আন্দোলনকারীদের নামে মামলা প্রত্যাহার ও আন্দোলনকারীদের ওপর হামলার বিচার।
এ সময় আগামীকাল বেলা ১১টায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন ফারুক।