সালমান খানের বোন অর্পিতা খান শর্মার বাড়িতেও মহাধুমধামে চলছে গণেশ-পূজা। তাঁর বাড়িতে হাজির হন অনেক বলি-তারকা। হাজির হয়েছিলেন সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফও।
তবে সবাইকে ছাড়িয়ে আরেকজন ছিলেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে। তিনি হলেন সালমানের ভাগনি আলিজে অগ্নিহোত্রী। সেখানে বোনকন্যার সঙ্গে দেখা গেছে সুপারস্টার সালমানকে। আলিজে অগ্নিহোত্রী হলেন সালমান খানের বোন আলিভিরা অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর মেয়ে।
Read More News
তাঁর বাবা অতুল অগ্নিহোত্রী নামকরা প্রযোজক। তবে মামা সালমান খানের সঙ্গে তাঁকে সহজ ভঙ্গিতে দেখা গেছে।
ভক্তরা বলছেন, মামা সালমান খান নিশ্চয়ই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবেন। যখন আলিজে অভিনয়ের সিদ্ধান্ত নেবেন, তখনই তাঁর বলিউডে অভিষেক হবে।