আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে বিএনপি দেশের মধ্যে রক্তের বন্যা বয়ে দিবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি গত ১০ বছরে কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। আগামীতেও বিএনপির আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারবে বলে মনে হয় না।’ এ সময় আগামী নির্বাচনে জয়ী হতে আওয়ামী লীগের সব নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করতে আহবান জানান তিনি।
Read More News
আজ শনিবার নির্বাচনী ট্রেনযাত্রায় উত্তরবঙ্গে যাওয়ার সময় বিকেল ৪টায় বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সকাল ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দলটির নেতারা ট্রেনযোগে উত্তরাঞ্চল অভিমুখে রওনা হয়ে দুপুর ১টায় পাবনার মুলাডুলি স্টেশনে পৌঁছে। এই রেলযাত্রার মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণায় নামলো ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ যাত্রা শেষ হবে নীলফামারী গিয়ে।
ওবায়দুল কাদের নির্বাচন ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহবান জানিয়ে বলেন, কোন্দল করবেন না, বিশৃঙ্খলা করবেন না। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। আগামী দু-একদিনের মধ্যে বিশৃঙ্খলাকারীদের শোকজ পাঠানো হবে।
আওয়ামী লীগের এ সফর উপলক্ষে ঢাকা থেকে নীলফামারীগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি রিজার্ভ করা হয়েছে।