আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার অধীনে সব নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশ এখন গোটা বিশ্বের কাছে একটি রোলমডেল। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, সেটা তাদের ভুল ছিল। তাই বলে কেউ তো বলছে না যে ওই নির্বাচন সুষ্ঠু হয়নি?
আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে ড. কামাল হোসেনসহ বিভিন্ন মহলের দাবির প্রতি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের কথা বলে তাঁরা যেটা বলছেন, সেটা অবাস্তব, অবান্তর ও বোগাস। নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশ এখন বিশ্বে রোলমডেল।
Read More News
আগামী নির্বাচনে আমি আর নির্বাচন করছি না। এটা মোটামুটি নিশ্চিত। তবে নির্বাচনকালীন সরকারে আমি সম্ভবত থাকছি। নির্বাচনকালীন একটি ছোট সরকার হবে। সেটাও হবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই। তিনিই নির্বাচন পরিচালনার জন্য একটি ছোট সরকার গঠন করবেন।