ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত আবাসিক ভবন ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (০১ সেপ্টেম্বর) সাড়ে ১০টার দিকে উপাচার্য মো. আখতারুজ্জামানকে সঙ্গে নিয়ে প্রথমে ৭ মার্চ ভবন পরে ৭ মার্চ জাদুঘর উদ্বোধন করেন তিনি।
Read More News
এর আগে প্রধানমন্ত্রীকে ঢাবিতে স্বাগত জানাতে আঁকা হয় ১৯৭১ ফুট দৈর্ঘ্য এবং ৭ ফুট প্রস্থের আলপনা।
১১ তলাবিশিষ্ট এ ভবনে প্রায় এক হাজার ছাত্রী আবাসন সুবিধা পাবেন। নতুন এ হল উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী তরুণ শিক্ষকদের আবাসনের জন্য নির্মিত শহীদ আবুল খায়ের ভবন, এমবিএ ভবন (ইস্টার্ন উইং), চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য বঙ্গবন্ধু টাওয়ার ও জ্যেষ্ঠ শিক্ষকদের জন্য নির্মিত আবাসিক ভবনের ফলক উন্মোচন করেন।
প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে জাদুঘর পরিদর্শন করেন। পরে আলোচনা সভায় যোগ দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা ২টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।