মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূলের কাছে হঠাৎ ভেসে এসেছে কান্ডারিহীন মরিচা ধরা বিশাল এক পণ্যবাহী কন্টেইনার জাহাজ। জাহাজটিতে কোনো ক্রু নেই। এমনকি কোনো পণ্যের হদিসও মেলেনি। কোথা থেকে কিভাবে তা সেখানে ভেসে গেছে তা কেউ জানে না। রহস্যময় এই জাহাজ নিয়ে চিন্তায় পড়েছে দেশটির পুলিশ।
খবরে বলা হয়, মিয়ানমার পুলিশ এর নেপথ্য কারণ অনুসন্ধানে কাজ করছে। এ সপ্তাহের শুরুতে প্রথমে জাহাজটি মিয়ানমার উপকূলে ভাসতে দেখে জেলেরা। এরপর তারা পুলিশে খবর দেন। জাহাজটির গায়ে লেখা ‘স্যাম রাতুলাঙ্গি পিবি ১৬০০’।
Read More News
এদিকে ইয়াঙ্গুনের পুলিশ বলেছে, ওই জাহাজটিতে কোনো নাবিক বা পণ্য নেই। বৃহস্পতিতার এতে প্রবেশ করেন নৌবাহিনীর লোকজন। তারা তা পরীক্ষা করে দেখেন। কিন্তু কোনো ক্লু উদ্ধার করতে পারেন নি।
জাহাজটিতে রয়েছে ইন্দোনেশিয়ার একটি পতাকা। ২০০১ সালে নির্মিত এ জাহাজটি ৫৮০ ফুট লম্বা। সর্বশেষ এ জাহাজটি দেখা গিয়েছিল তাইওয়ান উপকূলে ২০০৯ সালে।