ছোটপর্দার জনপ্রিয় মুখ তৌসিফ ভিন্ন রূপে আবির্ভুত

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব এবারই প্রথম ভিন্ন একটি রূপে আবির্ভুত হয়েছেন। নোংরা জামা-কাপড় আর জটাধারী তৌসিফকে এমন চরিত্রে দেখা যাবে লায়নিক মাল্টিমিডিয়া প্রযোজিত ‘তারই অপেক্ষায়’ নাটকে।

মোহন আহমেদের রচনা ও পরিচালনায় নাটকটিতে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় মুখ টয়া।
Read More News

এমন ব্যতিক্রমী চরিত্রে অভিনয় প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘প্রথমবার এমন পাগলের ভূমিকায় কাজ করেছি। সত্যিকারের আবর্জনার মধ্যে শুয়েছি। নোংরা জামা কাপড় পরে শুট করেছি। মোট কথা পর্দায় চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যারপরনাই পরিশ্রম করেছি। আশা করছি দর্শকরা আমাকে নতুন করে আবিষ্কার করবেন।’

অন্যদিকে টয়া বলেন, ‘নাটকটির গল্পে ভিন্নতা আছে। এটি আমার এবারের ঈদের কাজগুলোর মধ্যে অন্যতম।’

তারই অপেক্ষায় নাটকটি আজ শুক্রবার সন্ধ্যায় লায়নিক মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এক্সক্লুসিভলি অবমুক্ত হওয়ার কথা রয়েছে। লায়নিক মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকি ফ্যাক্টর থ্রি সল্যুশনের প্রোডাকশন হিসেবে নির্মিত। নাটকটির স্পন্সর হিসেবে আছে রঙ বাংলাদেশ ও কিডস ডায়পার।

তৌসিফ ও টয়া ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মুনিরা মিঠু, ফয়সাল হাসান, অমি ইসলাম, আলামিন সুমন, হাওলাদার সোহাগ, রানা প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *