অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে টপকিয়ে সাড়া ফেললো তার একমাত্র পূত্র জায়ান ফারুক আয়াশ।
ছেলের বয়স মাত্র সাড়ে তিন বছর। এরমধ্যেই বাবার সঙ্গে পর্দায় দেখা মিললো তার। ঈদুল আযহায় প্রখ্যাত নির্মাতা শিহাব শাহীনের ‘বিনি সুতার টানে’ নামের একটি নাটকে বাবার সঙ্গে অভিষেক।
নাটকটি প্রচারের পর পরই চারদিকে সাড়া ফেলে দিয়েছে অপূর্ব’র ছেলে আয়াশ। নেট দুনিয়ায় জুনিয়র অপূর্ব এখন ভাইরাল। কারণ নাটকের দৃশ্য থেকে আয়াশের ছবির স্ক্রিন শট এখন সবার ওয়ালে ওয়ালে। চারদিকে সাড়ে তিন বছরের বাচ্চার জয়ধ্বনি! আর এরমধ্যে গানচিল থেকে প্রকাশ হলো ‘বিনি সুতার টানে’ নাটকটির একটি গান।
Read More News
আসিফ ইকবালের লেখা ও ঈশানের গাওয়া ‘আমার জন্য তুই পৃথিবী’ নামের গানটিতে অপূর্ব’র সঙ্গে দেখা গেছে ছেলে আয়াশকে। নাটকের পাশাপাশি গানটিও ভাইরাল হওয়ার যোগার! এর একমাত্র কারণ ছোট্ট আয়াশ!