বলিউড তারকরাই জীবনে অনেক খারাপ সময় পাড়ি দিয়েছেন। তবে এই রকমের খারাপ খবর শুনে সবারই মন খারাপ হয়ে ওঠে। ইদানিং আদা শর্মার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাকে দেখা গেছে সবজি বিক্রি করতে।
Read More News
আদা শর্মা তার ফিল্ম ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৮ সালে ভৌতিক ছবি ১৯২০ দিয়ে। তারপরে হাম হ্যায় রহি কার কো এবং হাসি তো ফাঁসি ছবিতেও অভিনয় করতে দেখা গেছে আদা-কে। আদাকে দেখা গিয়েছিল কমাণ্ডো-২ ছবিতে। ছবিতে তার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে।
গ্ল্যামার ক্যুইন আদা শর্মাকে এই ছবিতে রোগীর মত দেখতে লাগছে। সঙ্গে দুঃখীও লাগছে দেখতে। কোনও অডিশনের আগে আদা শর্মার এই ল্যুক সেট করা হয়েছে। এই মেকআপে আদা শর্মা চিনতে বেশ মুশকিল হয়েছে। ইনস্টাগ্রামে বেশ সক্রিয় আদা শর্মা। নিজের চরিত্রে পৌঁছাতে যে কোনও রকমের কষ্টকর কাজ তিনি করতে পারেন।