বৃহস্পতিবার সকালে প্যারিস থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ট্র্যাপেস শহরে সন্ত্রাসী হামলা ঘটেছে। প্রকাশ্যে হঠাৎ করেই এক ব্যক্তি এলোপাথারি ছুরি চালাতে থাকে।
মানসিক বিকারগ্রস্ত এক ব্যক্তি নিজের মা ও বোনকে ছুরি মেরে খুন করল প্যারিসের অদূরে। স্থানীয় সময় সকালে ঘটনাটি ঘটেছে। পুলিশ তাকে গুলি করে হত্যা করে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই দায় স্বীকার করে নিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসআইএস।
Read More News
ফরাসি অভ্যন্তরীণ মন্ত্রী জেরার্ড কলম্ব জানিয়েছেন, আততায়ীর বয়স ৩৬ বছর। মা ও বোনকে হত্যার পর সে লুকিয়ে ছিল। আততায়ী আদতে বিকারগ্রস্ত। আইএস দায় স্বীকার করলেও ফরাসি মন্ত্রীর বক্তব্য, আততায়ী জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত বলেই উঠে এসেছে।
তবে এই ঘটনার পিছনে তার মানসিক বিকারই দায়ী। আইএসের কথায় সে একাজ করেছে বলে প্রশাসন মনে করছে না।