আজ রবিবার বিকালে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি হঠাৎ বৃদ্ধি পায়। এতে দুই ফুট পানির নিচে তলিয়ে যায় রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু। তবে এখনো পর্যন্ত সেতুর উপর পর্যটকরা চলাচল করছে। এ চেয়ে বেশি পানি বৃদ্ধি পেলে সেতুর উপর চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হবে।
Read More News
কয়েক দিন হালকা বৃষ্টিপাতের পর রাঙামাটিতে ফের ভারি বর্ষণ হচ্ছে। এতে হঠাৎ করে কাপ্তাই লেকের পানির উচ্চতা আরও বেড়ে গেছে। বর্তমানে হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিক পর্যায়ে। বর্ষণে কাপ্তাই হ্রেদের পানি বাড়ায় প্লাবিত হয়েছে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছেন জেলার কয়েক হাজার পরিবার। বর্ষণে বিপর্যন্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ঝুলন্ত সেতুটিও লেকের পানিতে তলিয়ে রয়েছে।
অন্যদিকে, ডুবে যাওয়া সেতু নিয়ে উদ্বেগ-উৎকন্ঠায় স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘুরে দাঁড়াতে পারছেনা রাঙামাটি পর্যটন শিল্পের সাথে জড়িতরাও। এ নিয়ে দুর্চিন্তা বেড়ে গেছে ব্যবসায়ীদের।