বৃহস্পতিবার ভুটানকে ৫-০ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। ১৮ তারিখ একই মাঠে ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের নারীরা।
ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যায় ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই প্রথম গোল করেন বাংলাদেশের আনাই মগিনি। ম্যাচ শুরুর ১৮ মিনিটের মাথায় তার এ গোলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায় গতবারের চ্যাম্পিয়নদের। এরপর ৩৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আনুচিং মগিনি। প্রথমার্ধের ৪৩ মিনিটে বাংলাদেশের পক্ষে তৃতীয় গোল করেন তহুরা খাতুন।
Read More News
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে বাংলাদেশের পক্ষে চতুর্থ গোল করেন মারিয়া মান্দা। ৮৬ মিনিটে দলের পঞ্চম ও নিজের প্রথম গোল করেন শাহেদা আক্তার রিপা।
এর আগে প্রথম সেমিফাইনালে ২-১ গোলে নেপালকে পরাজিত করে ভারত।