মিতালী সিনেমা হলে চলছে সৈকত নাসির পরিচালিত ছবি ‘পাষাণ’। ছবি দেখতে এসেছেন অনেক দর্শক। সিনেমা হলের সামনে দাঁড়িয়ে আছেন একজন ডিবি পুলিশ। সেই ডিবি পুলিশ হলেন সংগীতশিল্পী আসিফ আকবর! এটা বাস্তবের কোন ঘটনা নয়।
মিউজিক ভিডিওর প্রয়োজনে এরকমভাবে একটি সেট এফিডিসিতে নির্মাণ করেছেন নির্মাতা সৈকত নাসির। সংগীতশিল্পী আসিফ আকবরের ‘ও কন্যা তোমারে’ গানের ভিডিওর শুটিং গতকাল এফিডিসিতে করেন।
Read More News
শুটিংয়ে গানের মডেল হিসেবে অংশ নেন আসিফ আকবর নিজেই। তাঁকে ডিবি পুলিশের ভূমিকায় মিউজিক ভিডিওতে দেখা যাবে। ভিডিওতে তাঁর সঙ্গে মডেল হয়েছেন এ সময়ের নায়িকা শিরিন শিলা। গানটি লিখেছেন তরুণ মুন্সী। আসন্ন ঈদে নিউ ভিশন বিডির ইউটিউব চ্যানেলে দর্শক গানটি দেখতে পাবেন বলে জানিয়েছেন পরিচালক সৈকত নাসির।