রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবি টানা পঞ্চমদিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা। আজও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে উত্তরার হাউজ বিল্ডিংয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে ওই অঞ্চলে যান চলাচালে বিঘ্ন সৃষ্টি হয়েছে। মিরপুর-মতিঝিল, মোহাম্মদপুর-সায়েদাবাদ, উত্তরা-মতিঝিল রুটে চলাচলকারী নিয়মিত বাসগুলো সড়কে প্রায় দেখাই যায়নি।
Read Our More News
শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। কিন্তু সব ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, গণমাধ্যম, শপিংমল ইত্যাদি খোলা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই অফিসগামী মানুষের ঢল নেমেছে রাস্তায়।