সিলেট সিটি নির্বাচনে জয়ের পথে ‘আরিফুল’

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ের পথে রয়েছে বিএনপি। ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে ৯০ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন।

এদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দীন আহম্মদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। অর্থাৎ, বিএনপি প্রার্থী আরিফুল হক ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন।

এদিকে দুটি কেন্দ্র স্থগিত রয়েছে। ওই দুই কেন্দ্রের ভোট সংখ্যা হলো ৪৭৮৭।
Read Our More News
এদিকে স্বতন্ত্র প্রার্থী জামায়াতের মহানগর আমির এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন ১০ হাজার ৯৫৪ ভোট। বাতিল হয়েছে ৭ হাজার ৩৬৭টি ভোট। এছাড়া ইসলামী আন্দোলন প্রার্থী অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন ২ হাজার ১৯৫ ভোট , বাসদের আবু জাফর ৯০০, স্বতন্ত্র প্রার্থী তাহের ২৯৯, স্বতন্ত্র প্রার্থী সেলিম ৮৮২ ভোট পেয়েছেন।

নিশ্চিত জয়ের পথে থাকা আরিফুল হক চৌধুরী নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ জয় আমার নয়, এ জয় মহানগরবাসীর। তিনি বলেন, যদি সন্ত্রাসী কর্মকাণ্ড না হতো তাহলে আমার জয়ের ব্যবধান আরও বেশি ভোট পেতো ধানের শীষ।

এদিকে রাজশাহীতে নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬৬ হাজার ৩৮৪ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *