সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় স্বীকার করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই পরাজয়ের পেছনে দলের সাংগঠনিক দুর্বলতা দায়ী।
মঙ্গলবার তিন সিটির নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।
Read Our More News
সোমবার অনুষ্ঠিত তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বরিশাল ও রাজশাহীতে আওয়ামী লীগ ব্যাপক জয় পেলেও সিলেটে এগিয়ে থাকে বিএনপি।
স্থগিত দুই কেন্দ্রের ভোট বাদে সিলেটে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।
বিএনপির প্রার্থী ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন। তবে সেখানে স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোটসংখ্যা ৪ হাজার ৭৮৭। সেই দুই কেন্দ্রের ভোট না হওয়া পর্যন্ত নতুন মেয়রের নাম ঘোষণার ক্ষেত্রে অপেক্ষা করতে হচ্ছে নির্বাচন কমিশনকে।