দুই শিক্ষার্থীর মৃত্যুতে রাজধানী যখন উত্তল, ঠিক তখনই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মধুমিতা হলের পিলারে আঘাত করেছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ওই বাসের ধাক্কায় একটি রিকশা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। তবে প্রাণে বেঁচে গেছেন রিকশাচালক। এদিকে এ ঘটনার পরপরই বাসটি রেখে এর চালক পালিয়ে যায়।
Read Our More News
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আজ সরকারি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মধুমিতা হলের পিলারে আঘাত করেছে। বাসটির ধাক্কায় একটি রিকশা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়েছে, রিকশাচালকও আহত হয়েছেন। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।
উল্লেখ্য, রবিবার রাজধানীর এয়ারপোর্ট রোডে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় নিহত হয় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর। এরপরেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশকিছু বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আজও রাজধানীর বেশ কিছু স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।