বেসরকারিভাবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
সাদিক বলেন, ‘নির্বাচিত হয়ে আমি কী করব, তার উত্তর আমি এককথায় দিতে চাই। ‘বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়। আমার কাজেই আপনারা প্রমাণ পাবেন, আমি কী করব। এখন মুখে বললে তো অনেক কিছুই গল্প বলতে পারি, গল্প বলে তো আর লাভ নেই। আপনারা তো আছেন, আপনারাই দেখবেন আমি কী করব।’
Read Our More News
এ সময় বিএনপির মজিবর রহমান সরোয়ারের উদ্দেশে সাদিক আবদুল্লাহ বলেন, ‘তিনি আমার শ্রদ্ধেয়, আমি তাঁকে কাকু বলে সম্বোধন করি। রাজনৈতিক ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে হয়তো আমার যদি কোনো বেয়াদবি বা কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে আমি তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আরেকটি বিষয় হচ্ছে যে, অবশ্যই তিনি আমার শ্রদ্ধেয়জন, যেহেতু তিনি এই শহরের একজন মুরব্বি এবং মেয়র ছিলেন, আমি তাঁর সঙ্গে বা তাঁর কাছ থেকে উপদেশ নেব। তাঁর কাছ থেকে অনেক কিছুই আমার জানার আছে।’
সাদিক বলেন, ‘আমি আমার এ বিজয়, বিশেষ করে নগরবাসীকে উৎসর্গ করব। আজকে জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, এই বিজয় সেই উন্নয়নের বিজয়। আমার বাবা, আমার মা যে আমার জন্য দোয়া করেছেন, তার জন্য এই বিজয়। আমার ভাই-বোনেরা যে আমাকে শতভাগ সাপোর্ট করেছেন, আমার স্ত্রী, আমার সন্তানরা আমাকে যে সাপোর্ট করেছে, আমার নেতাকর্মীরা যারা আমাকে সাপোর্ট করেছে, বরিশাল তথা সমগ্র বরিশালবাসী যে সাপোর্ট করেছে, এটা তাঁদের প্রতি আমি উৎসর্গ করব।’
বরিশালে ১২৩টির মধ্যে ১০৭টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এক লাখ সাত হাজার ৩৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মজিবর রহমান সরোয়ার পেয়েছেন ১৩ হাজার ১৫৩ ভোট।