সকাল সাড়ে ১১টায় নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের দুর্গাকুমার পাঠশালা কেন্দ্রে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে তাঁর ভোট দিয়েছেন। তিনি নেতাকর্মীদের প্রটোকলে রিকশায় চড়ে ভোটকেন্দ্রে যান।
ভোট শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে সিলেট নগরীতে। এ সময় তিনি তার দলের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন।
ভোট শুরুর পরেই সিলেট নগরের ১৮ নম্বর ওয়ার্ডের রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।
Read Our More News
এদিকে, পৌনে নয়টার দিকে ১৪ নম্বর ওয়ার্ডের কালীঘাট এলাকার সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান।