চলতি বছরেই হতে যাচ্ছে প্রিয়াংকা চোপড়া ও মার্কিন পপতারকা নিক জোনাসের বিয়ে। এ জুটির বাগদানের খবরে উত্তেজনা। সেই উত্তেজনা গিয়ে পৌঁছেছে খোদ ব্রিটিশ রাজপরিবারেও।
প্রিয়াংকা-নিকের বিয়ের খবর শুনে বেশ উচ্ছ্বসিত ব্রিটিশ যুবরানি তথা ডাচেস অফ সাসেক্স মেগান মারকেল। প্রিয়াংকা ও নিক জুটিকে পারফেক্ট ম্যাচ বলছেন প্রিন্সেস মেগান।
শুধু তাই নয়, এখন থেকেই প্রিয়াংকা ও নিকের সন্তানের স্বপ্নও দেখে ফেলেছেন মেগান মারকেল। মেগান আশা করছেন খুব শিগগিই প্রিয়াংকা ও নিকের ঘরে ফুটফুটে, সুন্দর ও প্রতিভাবান সন্তান জন্ম নেবে।
Read Our More News
ব্রিটিশ যুবরানির খুব কাছের মানুষ প্রিয়াংকা চোপড়া। গত সপ্তাহে অনেকবার নিককে সঙ্গে নিয়ে ব্রিটিশ রাজবাড়িতে গিয়েছিলেন প্রিয়াংকা। প্রিয় বান্ধবী তথা ডাচেস অফ সাসেক্স মেগান মারকেল ও প্রিন্স হ্যারির সঙ্গে নিকের আলাপ করাতেই সেখানে যান তিনি।