এবারের ঈদে কলকাতায় মুক্তি পাচ্ছে বাংলাদেশের সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান ও নুসরাত জাহান অভিনীত ছবি ‘নেকাব’। আর ঈদের পর খুব দ্রুতই বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
Read Our More News
ঢাকায় আসার পরিকল্পনা আছে নুসরাতের। কলকাতার একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
নুসরাত বলেছেন, আমার ফ্যান পেজে যারা যুক্ত আছে, তাদের মধ্যে ৬০ ভাগই বাংলাদেশের ভক্ত। এটা আমার জন্য দারুণ একটা ব্যাপার। একটা রাজ্যের নায়িকা হয়েও অন্য একটা দেশের ভক্তদের কাছে প্রিয় হওয়াটা বেশ রোমাঞ্চকর ব্যাপার। বাংলাদেশের ভক্তরা আমার বিভিন্ন পোস্টে তাদের মতামত জানায়। সময় পেলে আমি দেখি, উত্তর দিই। প্রথমবার যখন আমার ছবি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে, তাদের সঙ্গে দেখা করার সুযোগটা হারাতে চাই না।
ভৌতিক গল্পের ছবি ‘নাকাব’-এ শাকিব ও নুসরাত ছাড়া অভিনয় করেছেন সায়ন্তিকা ব্যানার্জি, রুদ্রনীল ঘোষ প্রমুখ।