নায়িকা বুবলী উচ্ছ্বসিত

জনপ্রিয় নায়িকা শবনম বুবলী উচ্ছ্বাস প্রকাশ করে জানালেন, তার একমাত্র ছোটভাই জাহিদ হাসান আকাশ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীন রাজউক উত্তরা মডেল কলেজের বাণিজ্য বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে ‘জিপি ৫’ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

ছোট ভাইয়ের ফলাফলে এই নায়িকার পরিবারে এখন অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে।

বুবলী জানালেন, ‘আমার ছোটভাই রাজউক উত্তরা মডেল কলেজ থেকে (এইচএসসি)-তে ‘জিপিএ ৫’ পেয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।’
Read More News

চলচ্চিত্রের নায়িকা শবনম বুবলী সিনেমার বাইরে শিক্ষাজীবনেও ছিলেন মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছেন বুবলী। তার দুইবোন মিমি এবং সুইটিও মেধাবী।

বড়বোন মিমি মাস্টার্সে পেয়েছেন ফার্স্ট ক্লাস, আরেক বোন সুইটি ফার্স্ট ক্লাস পেয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ থেকে। তিনি আরও বলেন, আমাদের পরিবার এবং আমরা সবাই লেখাপড়া নিয়ে সবসময় সিরিয়াস। পড়ালেখা নিয়ে বাবা-মা কখনও ছাড় দেননি। সবার আগে লেখা পড়াকে প্রাধান্য দিতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *