বুধবার সকাল ১১টায় জলাবদ্ধতা নিরসনে নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া খালগুলো পুনর্খনন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং শহররক্ষা বাঁধ নির্মাণকে অগ্রাধিকার দিয়ে ২৮ দফা নির্বাচনী ইশতেহার দিয়েছেন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
তিনি সদর রোডে বিএনপি কার্যালয়ে আসন্ন বিসিসি নির্বাচনে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
Read More News
এ সময় মজিবর রহমান সরোয়ার বলেন, ইশতেহারে উল্লেখ করা ২৮ দফা উন্নয়ন পরিকল্পনার বেশিরভাগই তিনি বিসিসির প্রথম মেয়র (২০০৩-০৬) থাকাকালে শুরু করেছিলেন। পরবর্তী সময়ে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন, তারা এসব উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষা করেননি। ফলে বরিশাল একটি দুর্ভোগের নগরীতে পরিণত হয়েছে।
আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় চতুর্থ বিসিসি নির্বাচনে ফের মেয়র নির্বাচিত হতে পারলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। বরিশালের হারানো গৌরব ফিরিয়ে আনতে নির্বাচনে সবার কাছে ধানের শীষের প্রতীকে ভোট চেয়েছেন সরোয়ার।
২৮ দফা ইশতেহারে মজিবর রহমান সরোয়ারের উন্নয়ন প্রতিশ্রুতিগুলো হচ্ছে- নদী-খাল খনন, পয়ঃনিস্কাশনের জন্য ড্রেনেজ নির্মাণ, শহররক্ষা বাঁধ নির্মাণ, নগরীর ভেতর দিয়ে বয়ে যাওয়া খালগুলো দখলমুক্ত করে পুনর্খনন, বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতকরণ, নগরীর গুরুত্বপূর্ণ রাস্তার মোড় প্রশস্তকরণ ও সৌন্দর্যবর্ধন, মায়েদের জন্য ডে-কেয়ার সেন্টার নির্মাণ, কর্মজীবী নারীদের জন্য আবাসন ব্যবস্থা, নগরীতে প্রয়োজনীয় মহিলা টয়লেট নির্মাণ, মাস্টারপ্ল্যান অনুযায়ী নগরীর বর্ধিত এলাকাকে মূল অংশে সম্পৃক্তকরণ, সিটি করপোরেশনের অধীনে স্কুল-কলেজ চালু, নগরীকে ওয়াইফাই জোনের আওতায় আনা, ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ার পাড় থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাইপাস সড়ক নির্মাণ, সিটি করপোরেশনের উন্নয়ন কাজে অপচয় রোধ, শিশু ও নবীনদের জন্য বিনোদন পার্ক স্থাপন, নারী ও যুবকদের জন্য পৃথক ব্যায়ামাগার নির্মাণ, মুক্তিযোদ্ধা ও ইমামদের বিশেষ সুবিধা প্রদান, বৃদ্ধাশ্রম স্থাপন, হকারদের পুনর্বাসন, শ্রমিকদের জন্য শ্রমিক কল্যাণ ট্রাস্ট গঠন, সমাজের গুণীজনদের জন্য ‘মেয়র পদক’ ফের চালু, ইপিজেড স্থাপন, ছিন্নমূলদের আবাসনের ব্যবস্থা, সর্বস্তরের জনগণকে নিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী গঠন, মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন নগরী গড়া, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন, নগরীতে লাইব্রেরি স্থাপন এবং নগরীর উন্নয়নে সর্বশ্রেণি ও পেশার প্রতিনিধিদের নিয়ে ‘পরামর্শক সেল’ গঠন।
ইজতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন মজিবর রহমান সরোয়ারের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন খান, মহানগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন, ২০ দলের শরিক লেবার পার্টির কেন্দ্রীয় সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।