বর্ডার গার্ড বাংলাদেশ ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের চারদিন ব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
সোমবার (৯ জুলাই) সকালে পিলখানার বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সম্মেলন শুরু হয়। এতে মিয়ানমারের চিফ অব পুলিশ জেনারেল স্টাফ, পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থানের নেতৃত্বে ১১ সদস্যের মিয়ানমার প্রতিনিধিদল সীমান্ত সম্মেলনে যোগ দিয়েছেন।
Read More News
অন্যদিকে, বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনিসুর রহমান, বিজিবিএম এনডিস’এর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিয়েছেন।