রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। সেই মাঠে উপস্থিত ছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা।
ম্যারাডোনাকে বিশ্বকাপের একজন এম্বাসেডর হিসেবে রাশিয়ায় পাঠিয়েছে ফিফা। প্রতি ম্যাচে তাকে ফিফা দিয়ে যাচ্ছে ১০ হাজার পাউন্ড করে। ফিফার দূত হিসেবে ম্যারাডোনার উচিত ছিল মাঠে তার ভূমিকা ফুটিয়ে তোলা। কিন্তু তিনি তা করেননি। রাশিয়া বিশ্বকাপের ঘোষণা করা হয়েছে ধুমপানমুক্ত। কিন্তু তিনি সেই ঘোষণার প্রতি তোয়াক্কাই করেননি। ম্যারাডোনাকে স্টেডিয়ামের ভিতরে ধুমপান করতে দেখা গেছে এবং ব্যক্তিগত একটি জেটে তাকে মদ পান করতেও দেখা গেছে!
Read More News
খেলার শুরুতে তাকে দেখা গিয়েছিল বেশ খোশ মেজাজে। এ সময় পার্টনার রোসিও অলিভাকে ফ্রেঞ্চ কিস দিতে দেখা গেছে তাকে। তখন তার পাশে বসা ব্রাজিলের সাবেক খেলোয়ার রোনালদো। সেদিকে ভ্রুক্ষেপ না করে তিনি পার্টনার ম্যারাডোনার চেয়ে ৩০ বছরের ছোট অলিভাকে চুমুতে মগ্ন ছিলেন।
এদিকে, আর্জেন্টিনা-ফ্রান্সের রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলের ব্যবধানে হেরে বিদায় নিলো আর্জেন্টিনা।