গত ২৭ জুন প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে দেখা করতে ভারতে এসেছেন নিক। ভারত দেখার পাশাপাশি নিককে ভারতীয় সংস্কৃতির বিয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির ও তাঁর বাগদত্তা সুখলা মেহতার মেহেদি অনুষ্ঠানে নিকসমেত হাজির হয়েছেন প্রিয়াঙ্কা।
রুপালি রঙের শাড়িতে মুম্বাইয়ে আম্বানির বিলাসবহুল বাসভবনে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা। অন্যদিকে নিকের পরনে ছিল সাদা রঙের শার্ট ও কালো স্যুট।
Read More News
হবু দম্পতির সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন প্রিয়াঙ্কা। তবে সে ছবিতে ছিলেন না নিক। পোস্টে প্রিয়াঙ্কা লিখেন, অভিনন্দন আকাশ ও সুখলা। আসলেই অসাধারণ একটি অনুষ্ঠান। দুজনের প্রতিই ভালোবাসা। বাগদানের অনুষ্ঠান।’ এরপর মা মধু চোপড়ার সঙ্গে তাজ কোলাবায় মেহেদি অনুষ্ঠানের খাবার সারেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, প্রিয়াঙ্কা ও নিক।