আজ শনিবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রীর চারজন ব্যক্তিগত চিকিৎসক কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পুরনো ঢাকার নাজিমুদ্দীন রোডের কেন্দ্রীয় কারাগারে যান।
সোয়া ঘণ্টা সেখানে অবস্থান ও খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা ৫টার দিকে কারাগারের বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বলে খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করছেন।
Read More News
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দীকি বলেন, জুনের ৫ তারিখে উনি (খালেদা জিয়া) হঠাৎ করে দাঁড়ানো অবস্থা থেকে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। দুপুরবেলা ১টার সময় প্রায় ৫/৭ মিনিট উনি আনকনসাস ছিলেন। উনি মনেই করতে পারছেন না যে, কী ঘটেছিল। মাইল্ড ফর্মে একটা স্ট্রোকের মতো হয়েছে বলে মনে হচ্ছে।
যদি টিআইএ (ট্রানজিয়েন্ট এস্কেমিক অ্যাটাক) কারো হয়, তাহলে সেটা ইন্ডিকেট করে সামনে তাঁর একটা স্ট্রোক হওয়ার আশঙ্কা খুব বেশি থাকে। আমরা বলেছি, এই সমস্ত ফেসিলিটিজগুলো অ্যাভেইলেবল আছে ইউনাইটেড হাসপাতালে। উনাকে খুব দ্রুত সেখানে ভর্তি করার জন্য আমরা সাজেশন দিয়েছি।
প্রতিনিধি দলে আরো ছিলেন চিকিৎসক ওয়াহেদুর রহমান, আবদুল কুদ্দুস, মো. মামুন।