বিশ্বের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’। যেখানে প্রতিটি প্রচ্ছদে থাকেন বিশ্বময় দাপিয়ে বেড়ানো গ্ল্যামার কন্যারা। আর এবার ভোগের আরব্য অংশে ‘ভোগ’-এর প্রচ্ছদ কন্যা হয়েছেন সৌদি আরবের রাজকুমারী হায়ফা বিনত আবদুল্লাহ আল-সৌদ। আর এরপরেই ‘ভোগ’ ম্যাগাজিনটি নিয়ে পুরো সৌদি আরবের সীমানা অতিক্রম করে আলোচনা সমালোচনা ছড়িয়ে গেছে বিশ্বময়।
তবে সমালোচনা মূলত সৌদি রাজকন্যা ‘ভোগ’-এর প্রচ্ছদে ঠাঁই নিয়েছেন, সেজন্য নয়। বরং প্রচ্ছদে তাকে দেখা গেছে গাড়ি চালানোর ঢঙে, সেটা নিয়ে। সৌদি আরবে নারীদের গাড়ি চালনার উপর নিষেধাজ্ঞা জারি থাকায় রাজকন্যার এমন পোজে বিতর্ক তৈরি হয়েছে আরবে।
Read More News
বেশ কদিন ধরেই সৌদিতে আন্দোলন চলছে নারীকে গাড়ি চালানোর অধিকার দেয়া নিয়ে। চলতি মাসেই এমন আন্দোলন নিয়ে একটা ফয়সালা হওয়ার কথা। আর এরমধ্যে ‘ভোগ’-এর প্রচ্ছদে এমন রাজকন্যার এমন ভঙ্গি যেনো আরো উস্কে দিলো বিতর্ক।