রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে সিনেপ্লেক্সসহ ৫ টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
পান্থপথের বসুন্ধরা শপিং মলের আট তলায় খাবারের দোকানগুলোতে অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় হেলো চিকেন, দিল্লী শর্মা এবং ব্রোস্ট এন্ড গ্রিল নামে তিনটি দোকানে নানা অনিয়ম ধরা পড়ে। বাসি-পচা জুস বিক্রি, নষ্ট হয়ে যাওয়া মাংস সংরক্ষণের প্রমাণ মেলে। অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করা খাবারের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া ১৫ টাকার বোতলজাত পানি ৩৫ টাকায় বিক্রির সত্যতা পায় ভোক্তা অধিকার।
Read More News
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর মনজুর মুহাম্মদ শাহরিয়ার বলেন, ‘সিনেপ্লেক্সের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তারা বরাবরই পানির দাম বেশি রাখে। তিনটি খাবারের দোকানে জরিমানা করা হয়েছে দেড় লাখ। মোস্তফা মার্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি।’
ভোক্তারা যাতে সঠিকমূল্যে পণ্য ক্রয় করতে পারে সেজন্য রমজানে প্রতিদিন অভিযান পরিচালনার হুঁশিয়ারি দেন কর্মকর্তারা।