আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে শেরপুর জেলা আওয়ামী লীগ থেকে প্রত্যাহার ও সংসদ সদস্যসহ পাঁচজনকে বহিষ্কারের সুপারিশের বিরুদ্ধে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছে। তারা হুইপ আতিকের বিরুদ্ধে ঝাড়ু মিছিলও করেছে।
আজ রোববার দুপুরে শেরপুরের খরমপুরে আওয়ামী লীগের একাংশের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপের পদ থেকে আতিউর রহমান আতিককে অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করে আওয়ামী লীগের এই অংশের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান।
Read More News
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, হুইপ আতিউর রহমান আতিক বিপুল অর্থের বিনিময়ে ত্যাগী আওয়ামী লীগারদের এড়িয়ে জামায়াত আর রাজাকারদের সন্তান দিয়ে পকেট কমিটি করেছেন। যার প্রতিকারের জন্য দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জেলা আওয়ামী লীগের কমিটি রিভিউ চেয়ে আবেদন করা হয়েছে।
লিখিত বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে শেরপুর থেকে প্রত্যাহার, সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক চাঁনসহ অন্যদের বহিষ্কার, নালিতাবাড়ী উপজেলা কমিটি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানানো হয়।