কিলাউয়া আগ্নেয়গিরি ক্রমশই ভয়ঙ্ককর হয়ে উঠছে

মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরি ক্রমশই ভয়ঙ্ককর হয়ে উঠছে। ৯ কিলোমিটার ওপরে উঠেছে আগ্নেয়গিরিটির ছাই। এর আগেই বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় হাওয়াই দ্বীপের আকাশপথে৷ দুই সপ্তাহ আগে আগ্নেয়গিরিটির জ্বালামুখ দিয়ে লাভা উদগিরণ শুরুর পরেই রেড অ্যালার্ট জারি করা হয় এলাকায়৷বিবিসি জানায় একই সময়ে ৯ হাজার ১০০ মিটার ওপরে ছাই উদগীরণ করে কিলাউয়া। পরের দিকে অগ্ন্যুৎপাতের মাত্রা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছেন বিজ্ঞানীরা।
Read More News

বিগ আইল্যান্ডের আগ্নেয়গিরি পর্যবেক্ষক ও জাতীয় উদ্যানের কর্মীদেরও সরিয়ে নেওয়া হয়েছে। এই বিগ আইল্যান্ডেই মাউন্ট কিলাউয়ার অবস্থান। চলতি মাসের শুরুতে এর অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর থেকে হাওয়াইয়ের অধিকাংশ বাড়িঘর লাভায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস আশঙ্কা করছে, লাভার স্তর নেমে যাওয়ায় আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতের মাত্রা বাড়তে পারে। বাতাসে ছাইয়ের পরিমাণ বাড়ায় শ্বাস নিতে সমস্যা হচ্ছে এলাকার মানুষের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *