বলিউড নায়িকা সোনম কাপুর মালাবদল করলেন বর আনন্দ আহুজার সঙ্গে। সোনমের বধূবেশের ছবিও ভাইরাল হলো।
ফ্যাশন সচেতন সোনম দেখা দিলেন ঐতিহ্যবাহী ভারতীয় বধূর সাজেই। ফ্যাশন ডিজাইনার অনুরাধা ভাকিলের নকশায় লাল টুকটুকে লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছেন তিনি। সেই সঙ্গে মাথায় ভারী সিঁথিপাটি আর বড় টিকলি, গলায় পাথর বসানো কুন্দনের ভারী সিতাহার এবং হাতে লাল চূড়। খোঁপায় বেলিফুলের মালা দিয়ে সম্পূর্ণ করেছেন জীবনের সবচেয়ে বিশেষ দিনটির সাজ।
Read More News
আগের দিনই সাদা-সোনালী লেহেঙ্গায় পরীর মতো সেজেছিলেন সোনম। সেদিনও তার সাজের ছটায় ম্লান হয়ে গেছেন ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজদের মতো বলি সুন্দরীরা।
সোনম-আনন্দের বিয়ে হচ্ছে পাঞ্জবী রীতি অনুসারে। মুম্বাইয়ে সোনমের খালার বাড়িতে বসেছে বিয়ের আসর। এরই মধ্যে সেখানে পৌঁছে গেছেন বলিউডের রথি-মহারথিরা। সন্ধ্যায় পাঁচতারকা হোটেল লীলায় হবে বিবাহোত্তর সংবর্ধনা।