সীমানা জটিলতায় তিন মাসের জন্য গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। রোববার দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের পর নির্বাচন কমিশনার গাজীপুরে সব ধরনের নির্বাচনী কার্যক্রম বন্ধ করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন।
এদিকে, বিএনপি প্রার্থী তার প্রতিক্রিয়ায় জানান, ভরাডুবির ভয়েই সরকার আদালতকে ব্যবহার করেছেন। তবে আওয়ামী লীগ প্রার্থী এ ব্যাপারে কোন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।
সীমানা জটিলতা নিয়ে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
Read More News
পরে অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম বলেন, হাইকোর্ট ডিভিশন আজকে এই রুল ইস্যু করেছেন এবং স্থগিতাদেশ প্রদান করেছেন। স্থগিতাদেশের ফলে নির্বাচনের কার্যক্রমও স্থগিত হয়ে যাচ্ছে।