রাস্তার পাশে পাওয়া নবজাতকটি সুস্থ আছে

রোববার রাতে ফেনী শহরের সুলতানপুর এলাকায় রাস্তার পাশের একটি ঝোপের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পান পথচারী এক নারী। এ সময় একটি কন্যা শিশুকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে স্থানীদের মাধ্যমে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বাচ্চাটির দায়িত্ব নেয় বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক। জেলার সিভিল সার্জন বলছে, প্রচলিত আইন অনুযায়ী শিশুটির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
Read More News

উদ্ধারকারী নারী বলেন, আমি কান্না শুনে ঘর থেকে বের হয়ে আসি। মেয়েটাকে নিয়ে আসি। এরপর আমি বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে আসি। স্বেচ্ছাসেবী সংগঠন বলেন, যতদিন পর্যন্ত শিশুটির ভাল কোন ব্যবস্থা হচ্ছে না ততদিন আমরাই ওর দেখাশোনা করবো।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *